দৈনিক প্রথম আলো পত্রিকার জ্যেষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে হেনস্থা ও গ্রেফতারের প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তির দাবীতে শেরপুরের নালিতাবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মে) বিকালে ‘প্রথম আলো বন্ধুসভা নালিতাবাড়ী’র আয়োজনে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নালিতাবাড়ী বন্ধুসভার সাধারন সম্পাদক অভিজিৎ সাহা’র সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন – প্রেসক্লাব নালিতাবাড়ী’র সভাপতি এম এ হাকাম হীরা, সাধারন সম্পাদক বিপ্লব দে কেটু, প্রথম আলো প্রতিনিধি মান্নান সোহেল, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি সাইফুল ইসলাম, নয়া দিগন্ত প্রতিনিধি আব্দুল মোমেন, নালিতাবাড়ী বন্ধুসভার উপদেষ্টা কামরুজ্জামান রেমন, সাংবাদিক আশরাফুল আলম, নালিতাবাড়ী বন্ধুসভার সভাপতি জয় সাহা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আহম্মেদ জুনাইদ তন্ময় প্রমুখ। এসময় বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবী করেন এবং হেনস্থাকারী আমলাদের শাস্তির দাবী করেন।