প্রেসরিলিজ : দৈনিক আমাদের সময়ের শেরপুরের ঝিনাইগাতী উপজেলার প্রতিনিধি মো. জাহিদুল হক মনিরের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা হয়রানিমূলক মামলায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি এফএমএ সালাম ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম ৩১ জানুয়ারী বুধবার এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন । তারা এ মামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। একই সঙ্গে অনতি বিলম্বে মামলাটি দ্রুত প্রত্যাহারের দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সংবাদ পরিবেশনের কারণে ক্ষুদ্ধ হয়ে উপজেলার হাতিবান্দা ইউনিয়নের চেয়ারম্যান মো. নুরুল আমিন দোলা বাদী হয়ে সাংবাদিককে মামলায় জড়িয়ে যেভাবে হয়রানি করছে তা মুক্ত ও স্বাধীন গণমাধ্যমের পরিপন্থী।