শেরপুরের নালিতাবাড়ী থেকে প্রকাশিত আঞ্চলিক সংবাদপত্র ‘বাংলার কাগজ’ এর প্রকাশক ও সম্পাদক মনিরুল ইসলাম মনির এর পিতা সাবেক বিশিষ্ট কাঠ ও ফার্ণিচার ব্যবসায়ী রুস্তম আলী মুন্সী আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি সোমবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে এগারোটার সময় উত্তর কোন্নগর (রাবারড্যাম) নিজ গ্রামের বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃস্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ১১০ বছর।
পারিবারিক সূত্র জানায়, রুস্তম আলী প্রায় দুই বছর যাবত বার্ধক্যজনিত কারণে শারিরিক নানা সমস্যায় ভোগছিলেন। সর্বশেষ গত তিন দিন যাবত তার শারিরিক অবস্থার অবনতি ঘটে। একপর্যায়ে সোমবার দিবাগত রাত সাড়ে এগারোটার সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা, তিন ছেলে ও নাতি-নাতনীসহ অন্যান্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের নামাযে জানাযা মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বাদ জোহর উত্তর কোন্নগর হাফেজিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে। পরে মাদরাসা সংলগ্ন কবরস্থানে তার মরদেহ সমাহিত করা হবে। তার মৃত্যুতে শেরপুর জেলা প্রেসক্লাব, প্রেসক্লাব নালিতাবাড়ী ও নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ গভীর শোক এবং সমবেদনা জানিয়ে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন।