টিভি টুডের এডিটর ইন চিফ এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি ও নালিতাবাড়ীর সন্তান মনজুরুল আহসান বুলবুল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাত থেকে তিনি বাসায় চিকিৎসাধীন আছেন।
মনজুরল আহসান বুলবুলের রোগমুক্তি কামনা করেছেন নালিতাবাড়ী উপজেলার সাংবাদিকসহ শুভাকাঙ্ক্ষীরা।
উল্লেখ্য, সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল পূর্বে একুশে টেলিভিশনের সিইও (প্রধান নির্বাহী কর্মকর্তা) হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও কর্মজীবনে তিনি এটিএন বাংলা, বৈশাখী টিভিসহ বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলে সাংবাদিকতা করেন। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ২০২০ সালে বাংলা একাডেমি তাকে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে।