জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের ওপর সন্ত্রাসী হামলা চালিয়ে মর্মান্তিকভাবে হত্যা করার প্রতিবাদ জানিয়েছে শেরপুর প্রেসক্লাব।
একইসাথে এ হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আগামীকাল ১৬ জুন সন্ধ্যা সাড়ে সাতটায় শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।
প্রতিবাদ সভা থেকে পরবর্তী কর্মসূচির ঘোষণা করা হবে।
উক্ত প্রতিবাদ সভায় সকল গণমাধ্যম কর্মীদের উপস্থিত থাকার জন্য শেরপুর প্রেসক্লাবের পক্ষ অনুরোধ জানানো হয়েছে।