ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, দৈনিক আমাদের সময়ের নিজস্ব প্রতিবেদক ও ত্রিশাল প্রেসক্লাবের সিনিয়র সদস্য মো. নজরুল ইসলামকে সিবিআইআর-এর ময়মনসিংহ বিভাগের সমন্বয়ক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
সংগঠনের জাতীয় সমন্বয়ক আরিফ হাসান ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক কেন্দ্রের (সিবিআইআর) পেইজে এ ঘোষণা দিয়েছেন। তিনি জানান, সাংবাদিক নজরুল ইসলামকে সিবিআইআর’র ময়মনসিংহ বিভাগের সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। নীতি নির্ধারণী ফোরামের সিদ্ধান্ত অনুযায়ী গত শনিবার থেকে এ দায়িত্ব পালন শুরু করেন।
এদিকে, সাংবাদিক নজরুল ইসলামকে ময়মনসিংহ বিভাগের সিবিআইআর’র সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেয়ায় শেরপুর টাইমস ডটকম পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।