সাংবাদিক ও কলাম লেখক কাকন রেজার মা জাহানারা রেজ্জাক (৮২) বার্ধ্যক্যজনিত কারনে আজ (১৯ অক্টোবর) সকালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।শনিবার সকাল সাতটা দশ মিনিটের সময় শেরপুর শহরের রঘুনাথপুর বাজার এলাকায় তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি।
কাকন রেজা জানান, তার মা মরহুমা জাহানার রেজ্জাক জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান এবং শেরপুর পৌরসভার কাউন্সিলর হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। মরহুমার স্বামী মরহুম আব্দুর রেজ্জাক শেরপুর থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র সাপ্তাহিক শেরপুর এর সম্পাদক ছিলেন।
আজ বাদ আছর তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা মাঠে নামাজে জানাযা শেষে শেরপুর চাপাতালি পৌর কবরস্থানে নাতি সাংবাদিক ফাগুন রেজার পাশে দাদীকে সমাহিত করা হবে।
মরহুমার আত্মার শান্তি কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন তার ছেলে কাকন রেজা।