ময়মনসিংহ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক ও বসকো মহাসচিব মোঃ খায়রুল আলম রফিকের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে দায়ের করা ষড়যন্ত্র ও হয়রানীমূলক মামলার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৯ আগস্ট রবিবার সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসন চত্ত্বরে শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাব ওই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সাংবাদিক তপু হারুন, শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান হাসান রাব্বী, সহ-সভাপতি জাহিদুল খান সৌরভ, যুগ্ম সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ প্রতিদিনের স্টাফ রিপোর্টার জাহিদুল হক মনির, সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ প্রতিদিনের জেলা প্রতিনিধি জুবাইদুল ইসলাম, কোষাধ্যক্ষ শাকিল মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিয়াউল হক জুয়েল, সাংবাদিক সুলতান আহমেদ, নাজমুল হোসাইন, বুলবুল ইসলাম প্রমুখ।
ওইসময় বক্তারা ময়মনসিংহ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক ও বসকো মহাসচিব মোঃ খায়রুল আলম রফিকের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্র ও হয়রানীমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।