জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও সাংবাদিকদের হয়রানি বন্ধের দাবিতে শেরপুরের শ্রীবরদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে পৌরশহরের চৌরাস্তা মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ গ্রহণ করেন উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ায় সাংবাদিকরা।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন সাংবাদিক নেতৃবৃন্দ। মানববন্ধনে বক্তব্য রাখেন মোহনা টিভির শেরপুর জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুল।
এসময় দৈনিক যায়যায়দিন এর উপজেলা প্রতিনিধি রমেশ সরকার, দৈনিক জাহানের উপজেলা প্রতিনিধি শওকতজামান, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি ফরিদ আহমেদ রুবেল, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি তাসলিম কবির বাবু ও সাংবাদিক এমআরটি মিন্টু প্রমূখ উপস্থিত ছিলেন।