জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী বলেছেন, প্রশাসন বা রাজনীতি যেখানেই যাই সর্বত্র প্রতারনা, মিথ্যাচার, অভিনয় আর অন্যায় দেখি। গরীব দুখী মানুষের প্রবঞ্চিত করে তাদের বুকের ওপর পা দিয়ে তাদের ব্যবহার করে স্বার্থ উদ্ধার করে বিকৃত তামাশা করতে দেখি। এসব দেখে আফসোস হয়, দুঃখ হয়।
তিনি বলেন, আমাদের দেশের মানুষ সরল, সহজ ও বিনয়ী। স্ফটিকের পানির মত স্বচ্ছ তাদের হৃদয়। এসব মানুষকে যারা প্রতারিত করবে আল্লাহ পাক দু’দিন আগে হোক কিংবা পরে এ জমিনেই তাদের বিচার করবে। ৩ ফেব্রুয়ারী রোববার বিকেলে শেরপুরের জমশেদ আলী মেমোরিয়াল কলেজ মাঠে জাকের পার্টির সাংগঠনিক মিশন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শেরপুর জেলা জাকের পাির্টর সভাপতি খন্দকার শাহাজাদা মিয়ার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওই পার্টির স্থায়ী কমিটির সদস্য হাজী আতাউর রহমান, জামালপুর জেলার সভাপতি শাহজাহান আলী, টাংগাইল জেলার সভাপতি খলিলুর রহমান ও শেরপুর জেলা ছাত্রফ্রন্ট সভাপতি শামীম আহমেদ প্রমূখ।
মোস্তফা আমীর ফয়সল আরো বলেন, ঐক্য, গণতন্ত্র, শান্তি, মুক্তি, প্রগতি ও সমৃদ্ধি অর্জনের জন্য জাতির চোখের পর্দা খুলে দেওয়া দরকার। সেজন্য জাতীয় সংসদে জাকের পার্টির প্রতিনিধিত্ব দরকার। ইচ্ছে করলে আমরা ক্ষমতার দিকে যেতে পারি, ক্ষমতা গ্রহণের জন্য শক্তি প্রয়োগ করতে পারি উল্লেখ করে তিনি বলেন, যেনতেন ভাবে আমরা সেই শক্তি প্রয়োগ করবো না। কারণ আমাদের পথ হচ্ছে শান্তিময় পথ, ধৈয্যের পথ, পবিত্র পথ। সে পথে আমরা যা খুশি তাই করতে পারি না। পারি না বলেই ৩০ বছর ধরে আমরা অপেক্ষা করছি। বার বার আমাদের প্রতারিত করা হয়েছে। ১৯৯৯ সালে উপ-নির্বাচনে ও ২০০৮ সালের নির্বাচনে আমি নির্বাচিত হওয়ার পরও আমাকে বঞ্চিত করা হয়েছে। কারণ ক্ষমতার চেয়ে জাতীয় স্বার্থ আমাদের কাছে প্রধান।