জামালপুরের সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
রোববার (১৭ এপ্রিল) সকাল ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে জেলা প্রশাসক মুর্শেদা জামান এ তদন্ত কমিটি গঠন করেন।
কমিটির সদস্যরা হলেন- জামালপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দিলরুবা আহমেদ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী সায়েদুজ্জামান সাদেক ও ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান।
এ বিষয়ে জেলা প্রশাসক মুর্শেদা জামান জাগো নিউজকে বলেন, সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ২১ এপ্রিলের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছি। তদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
উপজেলা পরিষদ সূত্র জানায়, সকাল ৭টার দিকে সরিষাবাড়ী উপজেলা পরিষদের চারতলা ভবনের তৃতীয় তলায় অবস্থিত ইউএনওর অফিস কক্ষে অগ্নিকাণ্ড ঘটে । আগুনের শিখা অফিসের জানালা দিয়ে বাইরের দিকে ছড়িয়ে পড়লে আনসার সদস্যরা ইউএনও উপমা ফারিসাকে জানান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধাঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় ইউএনওর কার্যালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র, চেয়ার-টেবিল, আলমারি, এসি-টিভিসহ বিভিন্ন আসবাবপত্র। তবে পাশের কক্ষগুলোতে কোনো ক্ষয়ক্ষতির আলামত পাওয়া যায়নি।
এদিকে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ কেউ বলতে পারেনি। তবে গুরুত্বপূর্ণ কোনো আলামত নষ্টের জন্য পরিকল্পিতভাবে কেউ অগ্নিকাণ্ড ঘটিয়েছে কি-না, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও রহস্যের সৃষ্টি হয়েছে।
সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান বলেন, সকাল পৌনে ৭টায় আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। তখন ইউএনওর কক্ষটি আগুনে জ্বলছিল। কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিকাণ্ডের কারণ নিরূপণ সম্ভব হয়নি।
ইউএনও উপমা ফারিসা বলেন, সকাল ৭টায় আনসারদের কাছ থেকে অগ্নিকাণ্ডের খবর পাই। কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে অফিসের সব গুরুত্বপূর্ণ নথিপত্র ও মালামাল পুড়ে গেছে। কী কারণে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে এটা আমারও অজানা।