জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র যুবলীগ-ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে যুবলীগ নেতার দা’য়ের কোপে ছাত্রলীগ নেতাসহ ৭ জন আহত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার মাজালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও আহতের পারিবারীক সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের মাজালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে প্রধান শিক্ষকের কক্ষে আলোচনা চলছিল। আলোচনা সভায় বিদ্যালয় পরিচালনা কমিটিতে জমি দাতা সদস্য পদের দাবীদার রেজাউল হক ও ফরহাদ হোসেনের মধ্যে কথাকাটাটি হয়।
এক পর্যায়ে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় ধারালো অ¯্রে সজ্জিত হয়ে বিদ্যালয় মাঠে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সভাপতি প্রার্থী ফজলু হাজী’র সর্মথিত লোকজনের হামলা ও চাইনিজ কুড়ালের কোপে ডোয়াইল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম সবুজ (২৫), সহ-সভাপতি রাসেল (২৬), সাবেক ইউপি সদস্য জান্নাতুল রেজওয়ান দারাগ আলী (৫০), আব্দুস সালাম (৩৫)সহ ৭ জন আহত হয়। গুরুতর আহতদের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে। সংবাদ পেয়ে সরিষাবাড়ী থানার এস আই আবু সাইদের নেতৃত্বে একদল পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
এ হামলার প্রতিবাদে সোমবার সন্ধ্যায় ডোয়াইল ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন। ডোয়াইল ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান সেজনু সন্ত্রাসী ঘটনার নিন্দা ও প্রতিবাদ নিন্দা জানিয়ে বলেন, এলাকার সন্ত্রাসী কামাল হোসেন, জামাল, আলহাজ, মিনহাজ, মোশারফ হোসেন, বাবু আলমগীর আহমদকে গ্রেফতার করতে হবে।
তিনি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা’র ইঙ্গিতে তার সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে বলে দাবী করেন। এ সময় পৌর আওয়ামীলীগের সভাপতি উপাধক্ষ্য মিজানুর রহমান মিজান, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও ডোয়াইল ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন রতন প্রমূখ বক্তব্য রাখেন।