জামালপুরের সরিষাবাড়ীতে “মেয়র সেরা কন্ঠ-২০১৭, সরিষাবাড়ী তোমাকেই খুজছে” এর চতুর্থ দিনের অডিশন শেষ হয়েছে। শনিবার আওনা ইউনিয়নের বাটিকামারী উচ্চ বিদ্যালয় মাঠের অডিশনে ৬১ জন উঠতি কন্ঠ শিল্পির মধ্যে ১৮ জন ইয়েস কার্ড লাভ করেন। কন্ঠ শিল্পি বাছায়য়ের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশে বিশিষ্ট সঙ্গিত পরিচালক মিলন মাহমুদ ও রক ষ্টার আতিক ডালিম ও ক্লোজ আপ ওয়ানের শিল্পি আবে জান্নাত।
এ সময় মেয়র সেরা কন্ঠ ২০১৭ এর আয়োজক ও প্রধান পৃষ্ঠপোষক পৌর মেয়র রুকুন্নুজ্জামান রোকন, উপজেলা নির্বাহী অফিসার সাইয়েদ এ জেড মোরশেদ আলী, মেয়র সেরা কন্ঠের আহবায়ক সায়িদা পারভীন বেবী, সদস্য সচিব জহুরুল ইসলাম মানিক। এ ছাড়াও মেয়র সেরা কন্ঠএর উপদেষ্টা মন্ডলীর সদস্য হক তরফদার, আঃ জলিলসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সরিষাবাড়ী উপজেলার গ্রামাঞ্চলে লুকিয়ে থাকা কন্ঠশিল্পীদের খুঁজে বের করতে মেয়র সেরা কন্ঠ-১৭ আয়োজন করা হয়।
সেরা কন্ঠ বাছাইয়ের জন্য ব্যাপক প্রচারনার লক্ষ্যে দেশের চলচ্চিত্র শিল্পী, অভিনেতা ডন, নায়ক ও মডেল তারকা নীরব, এমিলি ইশা, আতিক ডালিম সহ ক্লোজ আপ ওয়ান তারকা প্রচারনায় অংশ নেন।
আগামী ১৫/০৪/২০১৭ ইং তারিখে “মেয়র সেরা কন্ঠ-২০১৭, সরিষাবাড়ী তোমাকেই খুজছে” এর পঞ্চম দিনের অডিশন মহাদান ইউনিয়নের সানাকইর শেখ খলিলুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
প্রতিযোগীতায় অংশ নেয়ার জন্য উঠতি কন্ঠ শিল্পিরা অডিশনে অংশ নেয়ার জন্য নির্ধারিত ফরমে ১২/০৪/২০১৭ ইং তারিখ পর্যস্ত আবেদন করতে পারবে বলে জানাগেছে। চতুর্থ অডিশনে এলাকার বিপুল সংখ্যক বিভিন্ন বয়সী নারী-পুরুষ, শিশুরা উপস্থিত ছিলেন।