জামালপুরের সরিষাবাড়ীতে মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া গ্রামের মৃত শামছুল হকের ছেলে নাজমুল হাসানকে নিশংসভাবে হত্যার প্রতিবাদে হত্যাকারীদের গ্রেফতার ও ফাসীর দাবীতে সরিষাবাড়ীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রোববার (১২ মার্চ) সকালে সরিষাবাড়ী উপজেলা প্রশাসন চত্বরে এলাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এ মানববন্ধনে অংশগ্রহন করেন।
উল্লেখ্য যে, গত ২০ জানুয়ারী দুপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধে মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া গ্রামের মৃত শামছুল হকের ছেলে নাজমুল হাসানকে দূর্বৃত্ত্বরা নিশংসভাবে হত্যা করে ।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নাজমুলের মা নুরুন্নাহার বেওয়া, শশুর আব্দুল করিম, চাচা জয়নাল আবেদীন, ছোট ভাই আল আমীন, ছেলে তানভীর হাসান তন্ময়সহ আরো অনেকে।
এ সময় বক্তারা, নাজমুল হাসানকে হত্যার সাথে জড়িতদের অভিলম্বে গ্রেফতার এবং গ্রেফতার করে তাদের আইনের কাঠগড়ায় এনে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়। তা না হলে পরবর্তীতে আরও বড় ধরনের কর্মসূচি পালনের হুশিয়ারী দেন তারা।