জামালপুরের সরিষাবাড়ীতে কাঠের গুঁড়িভর্তি নসিমন উল্টে চালক (২৫) নিহত হয়েছেন। শুক্রবার (২২ অক্টোবর) রাতে ৮টার দিকে উপজেলার মহাদান ইউনিয়নের সানাকৈর (করবাড়ি) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতের পরিচয় এখনও জানা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, কাঠের গুঁড়িভর্তি একটি নসিমন উপজেলার বাউসি থেকে দিগপাইতের দিকে যাচ্ছিল। পথে সরিষাবাড়ী-ঢাকা সড়কের সানাকৈর (করবাড়ি) এলাকায় নসিমনটি যান্ত্রিক ত্রুটির কারণের পাশের ধানক্ষেতে উল্টে যায়। এসময় নসিমনের চালক কাঠের গুঁড়ির নিচে পড়েন। খবর পেয়ে সরিষাবাড়ী ফায়ারসার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রেজাউল করিম রেজা বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিচয় জানা যায়নি। খোঁজ নেয়া হচ্ছে।