জামালপুরের সরিষাবাড়ীতে কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের একটি মূর্তি উদ্ধার করেছে র্যাব।
রোববার (১৭ অক্টোবর) দিনগত রাতে ঘটনার সঙ্গে সম্পৃক্ত দুই চোরা কারবারিকে আটক করা হয়েছে।
আটকরা হলেন- উপজেলার মহাদান গ্রামের মৃত রাফাদান মণ্ডলের ছেলে মো. আফতাব উদ্দিন (৬০) ও পৌরসভার বাউসি গজারিয়া গ্রামের মৃত আজম মণ্ডলের ছেলে আব্দুল মজিদ (৫০)।
র্যাব-১৪ (সিপিসি-১) ক্যাম্পের কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান বলেন, দেশের বিভিন্ন স্থান থেকে কষ্টিপাথরের মূর্তি সংগ্রহ করে বিদেশে পাচার করে আসছিলেন তারা। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শ্যামেরপাড়া গ্রামের মো. ফরহাদের বাড়িতে অভিযান চালানো হয়। মূর্তিসহ দুইজনকে আটক করা হয়। এ ঘটনায় মামলা দিয়ে মূর্তিসহ আটকদের পুলিশে সোপর্দ করা হয়েছে।