জামালপুরের সরিষাবাড়িতে ২৫০ গ্রাম গাঁজাসহ শুক্কুর মিয়া নামে একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার আদ্রা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত শুক্কুর আলীর বাড়ি উপজেলার আদ্রা এলাকার ছাত্তারিয়া(মধ্যপাড়া)গ্রামে।
জানা গেছে, সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল মজিদের নেতৃত্বে সংগীয় এসআই আরিফুল ইসলাম, এএস আই হুমায়ুনসহ একটি দল উপজেলার আদ্রা এলাকায় বিশেষ অভিযান চালায়। এসময় ২৫০ গ্রাম গাঁজাসহ শুক্কুর আলীকে আটক করা হয়।
উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মুল্য ২৫০০ টাকা। এ সংক্রান্তে সরিষাবাড়ি থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১), ১৯(ক) ধারায় মামলা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।