ভোট দেওয়ার সুযোগ পেলে জনগণই সরকারকে উচিত জবাব দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ।
তিনি বলেন, দেশের মানুষ যদি তাদের হারিয়ে যাওয়া গণতন্ত্র ফিরে পায়, ভোট দেওয়ার অধিকার ফিরে পায় তাহলে তারা ভোটের মাধ্যমে এই সরকারকে উচিত জবাব দেবে।
তিনি আরও বলেন, সরকার খালেদা জিয়াকে নিয়ে ষড়যন্ত্রের পরও জামিন পাবেন খালেদা জিয়া।
ক্ষমতাসীন সরকারের দুর্নীতির কথা তুলে ধরে মওদুদ আহমেদ বলেন, ক্ষমতায় গেলে বর্তমান সরকারের দুর্নীতির শ্বেতপত্র তৈরি করে তাদের বিচারের মুখোমুখি করা হবে।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।
বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের অধীনে আগামী নির্বাচনের দাবিতে এ প্রতিবাদ সভার আয়োজন করে ২০ দলীয় জোটের শরীক ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)।
আয়োজক সংগঠনের চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া, সংগঠনের যুগ্ম মহাসচিব ফরিদ উদ্দিন ফরিদ প্রমুখ।