সরকারের টানা ১৫ বছরের বিভিন্ন উন্নয়ন তৃণমূল পর্যায়ের মানুষের মাঝে তুলে ধরতে শত মাইল ব্যতিক্রমী শোভাযাত্রা করেছেন সমাজ সেবক শিল্প উদ্যোক্তা শেরপুর ৩ আসনের আ’লীগের মনোনয়ন প্রত্যাশী এইচ এম ইকবাল হোসাইন।
৩০ সেপ্টেম্বর শনিবার দুপুরে প্রায় ২ শতাধিক মাইক্রোবাস, ৫ শতাধিক মোটর সাইকেল নিয়ে শ্রীবরদীর বটতলা বাজার থেকে শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার পাহাড়ি অঞ্চল সহ প্রত্যন্ত এলাকা ঘুরে সরকারের উন্নয়ন সাধারণ মানুষের মাঝে তুলে ধরেন।
শোভাযাত্রায় অংশ নেওয়া মাইক্রোবাসে সরকারের বিভিন্ন উন্নয়নের পোস্টার, ব্যানার, লিফলেট লাগানো হয়। ছনকান্দা গ্রামের মোশারফ হোসেন বলেন, সরকার অনেক উন্নয়ন করেছে কিন্তু তৃণমূলের সাধারণ মানুষ অনেক কিছু জানে না। কোন নেতাকর্মী সরকারের উন্নয়ন তুলে ধরে শোভাযাত্রা করে নাই। আজ এই শোভা যাত্রার মাধ্যমে সাধারণ মানুষ সরকারের উন্নয়ন সম্পর্কে জানতে পারবে।
চককাউরিয়া গ্রামের মো. রফিকুল ইসলাম বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট নেতার প্রয়োজন। ইকবাল হোসাইন স্মার্ট, যোগ্য নেতা। শেরপুর ৩ আসনে ইকবালের কোন বিকল্প নেই।
এইচ এম ইকবাল হোসাইন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা ১৫ বছরে বাংলাদেশকে বিশ্বের মধ্যে উন্নয়নের রুল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। দেশ এখন উন্নত রাষ্ট্র ও স্মার্ট বাংলাদেশ হচ্ছে। আওয়ামীলীগের উন্নয়ন তৃণমূল মানুষকে জানানোর জন্যই এমন আয়োজন। স্মার্ট বাংলাদেশের জন্য সৎ, যোগ্য, তরুণ নেতৃত্বের প্রয়োজন। দেশের চলমান উন্নয়নকে ধরে রাখার জন্য প্রধানমন্ত্রী হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।