বিএনপির কেন্দ্রীয় নেত্রী ও সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, আওয়ামীলীগ সার্চ কমিটির নামে যে কমিটি করেছিল তা জনগনের কাছে তামাসার কমিটি হিসেবে চিহ্নিত হয়েছে।
এ তামাসার কমিটির গঠিত নির্বাচন কমিশনকে বিএনপি মানেনা। যে কমিশনই করেননা কেন, নিরপেক্ষ সরকার ছাড়া এ সরকারের অধিনে কোন নির্বাচনে যাবেনা বিএনপি। জনগণের প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ করতে গিয়ে ছাত্রলীগ ও আওয়ামী লীগের ক্যাডারদের দ্বারা আক্রান্ত হচ্ছি।
তিনি আজ বিকেলে শেরপুর জেলা বিএনপি আয়োজিত তেল গ্যাস বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখছিলেন।
শেরপুর জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে শাপলা চত্বর মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির নেত্রী সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা জহুরুল হক শাহাজাদা মিয়া, কেন্দ্রীয় সহ: সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হযরত আলী প্রমুখ।