ফুটবল জাদুকর দিয়েগো ম্যারাডোনাকে হারিয়ে কাঁদছে বিশ্ববাসী। ক্রীড়াঙ্গন তো বটেই, এই শোক ছড়িয়ে পড়েছে সবখানে। ফুটবল ঈশ্বর যে আর নেই, সেটাই অনেকে যেন এখনো বিশ্বাস করতে পারছেন না। তবে বাস্তবতা তো এটাই যে ম্যারাডোনা আর নেই। তার শেষকৃত্য হবে আর্জেন্টিনার সরকারি ভবন কাসা রোসাদায়।
বুধবার ম্যারাডোনার মৃত্যুর পরই তিনদিনের শোক ঘোষণা করে আর্জেন্টিনা। এরপরই তার শেষকৃত্য কই হবে সেটা ঠিক করা হয়। দেশের ফুটবল ইতিহাসের সর্বশ্রেষ্ঠ তারকাকে বিদায় জানানোর জন্য সরকারি ভবন কাসা রোসাদাকে বেছে নেয়া হয়।
ম্যারাডোনার মৃত্যুতে কার্যত পুরো বিশ্বই শোকের সাগরে ডুবে গেছে। বাতিল করা হয়েছে আর্জেন্টিনার ঘরোয়া টুর্নামেন্ট কোপা লিবার্তাদোরেসে বোকা জুনিয়র্স ও পোর্তো আলেগ্রির মধ্যকার ম্যাচ। এছাড়া এ কিংবদন্তির সঙ্গে নিজেদের নানা স্মৃতি স্মরণ করেছেন ফুটবল তারকারা।
বাংলাদেশেও লেগেছে শোকের ঢেউ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার চারটি দল একসঙ্গে এক মিনিটের নীরবতা পালন করেছে।