শেরপুরের নালিতাবাড়ীর সরকারি নাজমুল স্মৃতি কলেজে নানা আয়োজনে শেখ রাসেল দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৮ অক্টোবর) সকালে কলেজের সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সরকারি নাজমুল স্মৃতি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান গোলাম মোস্তফা জিন্নাহ সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি নাজমুল স্মৃতি কলেজের অধ্যক্ষ আলহাজ্ব প্রফেসর মোঃ আবদুর রউফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক শাজাহান কবির। বক্তব্য রাখেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আছমত আলী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, ইসলামি স্টাডিজ বিভাগের প্রভাষক জাহিদুল হাসান, হিসাব বিজ্ঞান বিভারে বিভাগীয় প্রধান আমিনুল ইসলাম। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও ছাত্রনেতা সাব্বির আহমেদ বাদশা প্রমুখ।
এই সময় সরকারি নাজমুল স্মৃতি কলেজের বিভিন্ন বিভাগীয় প্রধানসহ সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও সকল বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।