:সাজেদা পারভীন সাজু:
মাঝে মাঝে ইচ্ছে জাগে
প্রজাপতির মতো ডানা মেলতে ।
ফুলের রেনু মেখে উড়বো দূর প্রান্তে
সেইখানে যদি হয় দেখা মালতির ।
এই ভালো, এই খারাপের রাজ্যে
লাভ নেই অপেক্ষার প্রহর গুনে ।
আসবেনা কোন সোনালী সকাল
রাতের আঁধারে শেষ হবে সব লেনদেন ।
মেঘকুমারীর মতো যদি হয় শান্ত ধীর
তবে কালের যাত্রায় মিলাবে সব অর্জন ।
ভূল করে যদি ভাবি সবটুকু আমার
না, অধিকার আছে অন্যের বাকি থাকে শুধু মিছে ।
তাই নিয়ে দু’হাতে আঁকড়ে
কালের যাত্রাই হয়তো যাব ভেসে
একূল থেকে ও কূল সব শেষে
শূন্য শুধু শূন্যই পড়ে থাকে ।
কবি: বিশিষ্ট সাংবাদিক, গাজী টেলিভিশন।