সময়ের সাথে তাল মিলিয়ে নারীদের বাহারি ডিজাইনের পোশাক তুলে দিচ্ছেন নারী উদ্যেক্তা সানজিদা জেরিন। শেরপুরের শ্রীবরদী পৌর শহরের জেরিন বুটিকস হাউজে ট্রেডিশনাল ব্যবসার পাশাপাশি অনলাইনে ফেসবুক ভিত্তিক জেরিন কালেকশনের মাধ্যমে ইতোমধ্যে বেশ সুনাম কুড়িয়েছেন সানজিদা জেরিন। এদিকে অন্তত দশজন নারী কর্মীর কর্মসংস্থান হয়েছে তার প্রতিষ্ঠানে ।
সানজিদা জেরিন শ্রীবরদী পৌরশহরের ব্যবসায়ী এমডি হাসান ফরহাদের সহধর্মিনী ও এক পুত্র সন্তানের জননী। তিনি মিরপুর বাঙলা কলেজ থেকে সমাজকর্ম বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে ২০১৮সালে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেন। প্রথমে জেরিন বুটিকস হাউজে বাইরে তৈরী নারীদের পোষাক সরবরাহ করে বিক্রি করলেও এখন স্থানীয় নারীদের হাতে তৈরী ব্লক বাটিকের পোষাক, নকশী জামা ও শাড়ি, হ্যান্ড পেইন্টের জামা ও শাড়ি বিক্রি করছেন।
বর্তমানে জেরিন স্থানীয় দোকানের পাশাপাশি অনলাইনে ফেসবুক ভিত্তিক জেরিন কালেকশনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করছেন। তার ব্যবসার গন্ডি বাড়ার ফলে তার প্রতিষ্ঠানে কাজের সুযোগ হয়েছে অন্তত দশ জন নারী কর্মীর। এরফলে নিজে স্বাবলম্বী হয়ে স্থানীয় নারীদের অর্থনৈতিক উন্নয়ন ও বেকারত্ব হ্রাসে ভূমিকা রেখেছেন জেরিন।
সানজিদা জেরিন বলেন, সদিচ্ছা থাকলেই জয়ী হওয়া সম্ভব। পরিবারের সহযোগিতায় ও সবার দোয়ায় আমি সফলতার পথে হাঁটার চেষ্টা করছি। নিজের প্রতিষ্ঠানে অন্যান্য নারীদের কাজের সুযোগ করে দিতে পারা বেশ আনন্দের বিষয়। ব্যবসায় সততা ও যুগের সাথে তাল মিলিয়ে পোষাকের রঙ ও ডিজাইনের ভিন্নতার কারণেই স্থানীয় নারীদের মাঝে আস্থার নাম জেরিন বুটিকস হাউজ। ইতোমধ্যে অনলাইনেই বেশ সাড়া পাচ্ছি। ভবিষ্যতে নারী কর্মীদের নিয়ে বড় পরিসরে কাজ করার ইচ্ছা রয়েছে আমার।
সানজিদা জেরিন বর্তমানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে আইজিএ প্রশিক্ষণ প্রকল্পে কাজ করছেন এবং সেলস ও ডিসপ্লে সেন্টারে তার কার্যক্রম ও প্রতিষ্ঠানের পোষাক প্রদর্শন ও বিক্রির সুযোগ পেয়েছেন। নারী দিবসে নারী উদ্যোক্তা সানজিদা জেরিনের প্রতি রইলো শুভেচ্ছা ও শুভ কামনা।