নানা আয়োজনের মধ্য দিয়ে শেরপুরের নকলা উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ৯ ডিসেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকারের সভাপতিত্বে বিআরডিবি হলরুমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, প্রধান শিক্ষক ওমর ফারুক, জেলা পরিষদ সদস্য ছামিউল হক মুক্তা প্রমুখ। আলোচনা শেষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় ৫ জন জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়।