টিভি নাটকের জনপ্রিয় নায়কদের একজন জিয়াউল ফারুক অপূর্ব। তার বিয়েতে সানাই বাজবে, হৈ হুল্লোড় হবে- থাকবে নানা আয়োজন। তবে এগুলোর তেমন কিছুই হলো না।
কারণ করোনা মহামারি। বেশ ঘরোয়াভাবে কাবিন ও নিবন্ধন সম্পন্ন করে সন্ধ্যায় হলো তার বিবাহোত্তর সংবর্ধনা। পাত্রী যুক্তরাষ্ট্রের নাগরিক শাম্মা দেওয়ান। পারিবারিকভাবেই তার সঙ্গে অপূর্বের পরিচয়।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে একটি কনভেনশন সেন্টারের শুরু হয় বিবাহোত্তর সংবর্ধনা। যেখানে হাতেগোনা কয়েকজন স্বজন ও অতিথি উপস্থিত ছিলেন।
জানা গেছে, আজকের অনুষ্ঠানে শ’খানেক মানুষ দাওয়াত পেয়েছিলেন। এতে অভিনেত্রী সাবিলা নূর, নির্মাতা শিহাব শাহীনসহ শোবিজ অঙ্গনের কিছু মানুষ উপস্থিত হন।
সন্ধ্যায় অপূর্ব বলেন, ‘করোনার কারণে বড় পরিসরে কিছু করা সম্ভব হয়নি। দুই পরিবারের কিছু মানুষ আমাদের দোয়া করতে আসবেন- এটুকুই।’
অপূর্ব জানান, একেবারেই পারিবারিক সিদ্ধান্তে এই বিয়ের উদ্যোগ। স্ত্রী শাম্মা মিডিয়ার বাইরের মানুষ। ওর জন্ম ও বেড়ে ওঠা আমেরিকায়। তবে তার পৈতৃক নিবাস ঢাকার লালমাটিয়ায়।