নিজেকে জনগণের ভালোবাসার কাঙাল উল্লেখ করে সবার মুখে হাসি ফোটাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট চেয়ে নির্বাচনী প্রথম জনসভা করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও শেরপুর-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বেগম মতিয়া চৌধুরী।
আজ সোমবার (১০ ডিসেম্বর) বিকেলে নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি বাজার মাঠে আয়োজিত এক নির্র্বাচনী সভায় তিনি এ আহবান জানান।
মতিয়া চৌধুরী বলেন, ভোটই একমাত্র আমার শক্তি। উপরে আল্লাহর রহমত আর আপনাদের দোয়ার বরকত। এ নিয়েই আমি এগুতে চাই। আমি বাড়ি-গাড়ির দিকে যাইনি। বঙ্গবন্ধু যেমন বলছেন, যে আমি বাংলাদেশের মানুষের ভালোবাসার কাঙাল। তেমনি আমিও আপনাদের ভালোবাসার কাঙাল।
সমবেত ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সবার মুখে হাসি ফোটাতে চাই এবং সেজন্যই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট চাই। নৌকায় ভোট দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যান। শিক্ষা-দীক্ষার আলোকে যেন বাংলাদেশ হেসে উঠে, ভেসে উঠে। বিশ্বের দরবারে জায়গা করতে পারে। তার জন্য আপনাদের সমর্থন শেখ হাসিনাকে জানান, নৌকাকে জানান, আমাকে জানান।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হোসেন মাস্টারের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা শহীদ উল্লাহ তালুকদার মুকুল। এসময় মতিয়া চৌধুরী কাকরকান্দি ইউনিয়নে তার সময়ে বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন উন্নয়নের চিত্রও তোলে ধরেন।
সভায় কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। পরে তিনি রামচন্দ্রকুড়া ইউনিয়নের এক নির্বাচনী সভা ও শহরে উপজেলা জাতীয়পার্টি আয়োজিত সভায় বক্তব্য রাখেন।
এর আগে তিনি কাকরকান্দি শহীদ মিনারে বঙ্গবন্ধু ও স্থানীয় তিন শহীদ নাজমুল আহসান, আলী হোসেন ও মোফাজ্জল হোসেনের স্মৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন।