বলিউড সুপারস্টার প্রিয়াঙ্কা চোপড়া হলিউডেও সমান তালে দাপিয়ে বেড়াচ্ছেন। ইউনিসেফ’র এই বিশেষ দূত সংস্থাটি থেকে পেয়েছেন ‘মানবতা পুরস্কার’। এবার আইএমডিবি’তেও ভারতের সেরা তারকা হলেন ‘দেশি গার্ল’।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, আইএমডিবি সম্প্রতি ভারতের সেরা দশ তারকা বাছাই করেন। সর্বোচ্চ পয়েন্ট নিয়ে এ তালিকায় শীর্ষে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। আইএমডিবি’তে যে ২০ কোটি পেজ ভিউ হয়, প্রতিমাসের হিসাবে ভিউয়ের দিক থেকে সবাইকে পেছনে ফেলে দিয়েছেন তিনি।
ওই তালিকায় প্রিয়াঙ্কার পরই রয়েছেন দিশা পাটানি। এ তালিকার তৃতীয় স্থানে রয়েছেন হৃত্বিক রোশন। চার নম্বরে উঠে এসেছেন কিয়ারা আদবানি। তালিকার পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছেন যথাক্রমে অক্ষয় কুমার ও সালমান খান। সাত নম্বরে জায়গা করেছেন আলিয়া ভাট। আটে নেমে এসেছেন ক্যাটরিনা কাইফ। এই তালিকায় একেবারে নতুন নাম রাকুল প্রীত সিং আছেন নয় নম্বরে আর দশ নম্বরে রেয়েছেন শোভিতা ধুলিপালা।