সরকারি খরচে বিদেশ সফর করে অর্জিত সেই সফর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শেরপুরবাসীর কল্যানে ভালো কিছু করতে চাই বলে জানিয়েছেন শেরপুর পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন ।
তিনি ১০ দিনের সরকারি সফরে দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ড যাওয়ার প্রাক্কালে পৌর মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে বুধবার দুপুরে এসব কথা বলেন।
রাষ্ট্রীয় সফর সফলভাবে শেষ করে সুন্দর এবং সুস্থ্যভাবে যেন দেশে ফিরে আসতে পারেন সে জন্য পৌরবাসীর কাছে দোয়া চেয়ে তিনি আরোও বলেন, মেয়র হিসেবে আমি বেশ কয়েকটি দেশে সফর করেছি। যতোবারই বিদেশ ভ্রমণে গিয়েছি, ততোবারই সে দেশের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে শেরপুরে ভালো কিছু করার চেষ্টা করেছি। তবে এটি এ মেয়াদে আমার প্রথম বিদেশ সফর। এবারের সফর থেকেও শেরপুরবাসীকে নতুন কিছু উপহার দিতে চাই।
জানা গেছে , আগামী ৩১ আগস্ট তিনিসহ দেশের আরও ২৫ টি পৌরসভার মেয়রগণ স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মুহম্মদ ইবরাহিমের নেতৃত্বে ওই সফরে যাবেন। ১০ দিনের ওই সফরে প্রথম ৫ দিন দক্ষিণ কোরিয়া ও পরবর্তী ৫ দিন থাইল্যান্ডের বিভিন্ন জায়গায় সফর করবেন তারা। নাগরিকদের সেবার মানোন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, সম্পদ আহরণ ও সুষ্ঠু ব্যবস্থাপনার বিষয়ে পরিদর্শন ও ধারণা নেওয়া হবে ওই সফরে। সফর শেষে আগামী ১০ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে তাদের।
এসময় পৌর প্যানেল মেয়র আতিউর রহমান মিতুল, সচিব আবু লায়েছ মোঃ বজলুল করিম বাপ্পী, নির্বাহী প্রকৌশলী দেওয়ান রেজাউল করিম, সহকারী প্রকৌশলী খোরশেদ আলম, প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কাদির, পৌর কর্মকর্তা-কর্মচারী সংসদের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক রফিকুজ্জামান ঝন্টু, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সিনিয়র সহ-সভাপতি জিএম আজফার বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, সিনিয়র সাংবাদিক সঞ্জীব চন্দ বিল্টু, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, সহ সাংগঠনিক সম্পাদক জি এস হান্নান,হাকিম বাবুল, আসাদুজ্জামান মোরাদ, মহিউদ্দিন সোহেলসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।