শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শেরপুর পৌর লেডিস ক্লাব ‘র আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহার সামগ্রী হিসেবে শাড়ী বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে পৌরসভার সভাকক্ষে ৫০ জন সনাতন ধর্মাবলম্বী নারীর মাঝে এসব উপহার সামগ্রী বিতরন করা হয়। উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।
সংগঠনটির সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা লিপির সঞ্চালনায় এসময় অন্যানের মধ্যে পৌর লেডিস ক্লাব’র উপদেষ্টা নাসরিন বেগম ফাতেমা, সহ-সভাপতি ও শেরপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা ও আইরিন পারভীন, শিক্ষা বিষয়ক সম্পাদক সম্পা দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন ।