সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সর্বোচ্চ মেধা, দক্ষতা ও সততা দিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণ করুন।’
আজ মঙ্গলবার সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুর কাদের এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, ‘শুধু চোখের জল ফেলে, বঙ্গবন্ধুর বড় বড় ছবি প্রদর্শন করে তার প্রতি শ্রদ্ধা জানালে চলবে না, দুর্নীতিমুক্ত বাংলাশে বির্নিমাণ করতে পারলেই তার প্রতি শ্রদ্ধা জানানো হবে। সুতরাং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনকের স্বপ্ন পূরণে সততা ও মানব সেবার শপথ নিতে হবে।’