ময়মনসিংহ বিভাগের বৃহত্তম মাদকাসক্তি চিকিৎসাকেন্দ্র সজন মাদকাসক্তি চিকিৎসায় সহায়তা ও পূনর্বাসন কেন্দ্রের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শহরের চাপাতলিস্থ কার্যালয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো.আমিনুল ইসলাম , সাবেক পৌর প্যানেল মেয়র মতিউর রহমান মতি, শেরপুর প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক ও এস এ টিভি শেরপুর প্রতিনিধি প্রভাষক মহিউদ্দিন সোহেল, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মেহের খান অপু, পরিচালক পিপুল সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
ইফতার শেষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মেহের খান অপু অতিথিদের নিরাময় কেন্দ্রের বিভিন্ন দিক তুলে ধরে রোগীদের চিকিৎসা পদ্ধতিসহ নানা বিষয় আলোকপাত করেন। এসময় তিনি বলেন, ’সুস্থ্য জীবনের নীতি, সজনের অঙ্গিকার মাদকমুক্ত পরিবার’ এ শ্লোগানকে ধারণ করে আমরা কাজ করে যাচ্ছি । আমরা সেই কাজে আগত অতিথের কাছে সহযোগিতা চাই । এতে করে আমাদের প্রতিষ্ঠানটির পথচলা সহজ হবে।