১ আগষ্ট রবিবার সকালে বাংলাদেশ সময় সকাল ৮টা ১ মিনিটে ট্র্যাক এ্যান্ড ফিল্ডে নামবেন শেরপুরের ছেলে জহির রায়হান। তার ইভেন্ট হচ্ছে ৪০০ মিটার দৌড়। বার্বাডোজ, ব্রাজিল, জ্যামাইকা, ত্রিনিদাদ এ্যান্ড টোবাগো, কঙ্গো, স্লোভেনিয়া ও যুক্তরাষ্ট্রের দৌড়বিদরে সঙ্গে ৩ নম্বর হিটে ২ নম্বর লেনে দৌঁড়াবে এ্যাথলেট জহির। তার এ খবরে শেরপুরে বইছে খুশির জোয়াড়।
ইতিমধ্যে বাংলাদশেরে ছয় এ্যাথলেটের মধ্যে পাঁচজনই বিদায় নিয়েছেন। বাকি কেবল ৫ ফুট সাড়ে ১০ ইঞ্চি উচ্চতার জহির রায়হান। ২০০১ সালের ২৫ এপ্রিলে জন্ম নেওয়া জহিরের বাড়ি শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের দীঘলদি গ্রামে। জহির রায়হান দেশের বড়বড় আসরে অনেক পুরস্কার জিতেছেন।
৪০০ মিটারে ৪৬.৮৬ সেকেন্ড সময় নিয়ে দেশীয় আসরে ৩২ বছরের রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়েছেন তিনি। বাংলাদেশের নৌবাহিনীর পেটি অফিসার র্যাংকধারী তারকা এ্যাথলেট জহির ওয়ার্ল্ড ২০১৭ সালের কেনিয়ার ইয়ুথ অ্যাথলেটিকস ও থাইল্যান্ডের এশিয়ান ইয়ুথ অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৪০০মিটার ইভেন্টে অংশগ্রহণ করে হিটে উত্তীর্ণ হয়ে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেন।
এছাড়াও তিনি ২০১৮ সালে শ্রীলঙ্কায় সাউথ এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপ, ২০১৯ সালে কাতারে ওয়ার্ল্ড অ্যাথলেটিকস, ২৩তম এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ এবং নেপালে ১৩তম সাউথ এশিয়ান গেমসে অংশগ্রহণ করেছেন ।
টোকিওর মাঠে দৌড়াবে ঘরের ছেলে, এ খবরে শেরপুরে বইছে খুশির জোয়ার। জেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আজ জহিরময়। সবাই ভাল কিছুর প্রত্যাশা করছে।
শেরপুর জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সম্পাদক মানিক দত্ত জানান, ‘শেরপুরের ক্রীড়াপ্রেমিসহ সর্বস্তরের মানুষ আজ খুব খুশি। আমাদের ছেলে সকালেই টোকিওর মাঠে দৌড়াবে। অলিম্পিকে জহির ভালো করবে এ প্রত্যাশা করছি।’