শেরপুর-জামালপুর ব্রহ্মপুত্র সেতুতে অতিরিক্ত টোল আদায় করা সংক্রান্ত বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে শেরপুর-জামালপুর ব্রহ্মপুত্র সেতুর উপর সেতুর ইজারাদার মেসার্স মীর ট্রেডার্স এর স্বত্তাধীকারী মীর দেলোয়ার হোসেন এ সম্মেলন করেন।
লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করে বলেন, সরকারী নিয়মনীতি মেনে সড়ক ও জনপদ বিভাগের ব্রীজের টোল আদায়ের তালিকা দিয়ে যানবাহনের জন্য নির্ধারিত টোল আদায় করা হয়। এতে কোন অতিরিক্ত টোল আদায় করা হয় না। তাই তিনি তথ্য অন্সুন্ধান করে সঠিক সংবাদ পরিবেশনের জন্য সকলের প্রতি আহ্বান জানান। সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, আমাদের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আমাদের ব্যবসায়িক ও সামাজিক সুনাম ক্ষুন্নের অপচেষ্টা চালানো হচ্ছে। যা কোনভাবেই কাম্য নয়। জামালপুর-শেরপুর-বনগাঁও সড়কের ব্রহ্মপুত্র সেতুতে কোন ধরণের অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে না। সড়ক ও জনপদ বিভাগের টোল নীতিমালা-২০১৪ মোতাবেক টোল আদায় করা হচ্ছে।
উল্লেখ্য, বুধবার (১৫ এপ্রিল) স্থানীয় শ্রমিকরা শেরপুর-জামালপুর ব্রহ্মপুত্র সেতুতে অতিরিক্ত টোল আদায় করা হয় বলে মানববন্ধন করে। এ নিয়ে পরদিন বিভিন্ন গনমাধ্যমে এই সংবাদ প্রচার করা হয়। এরই প্রতিবাদে এ সংবাদ সম্মেলন করা হয়। এসময় শেরপুর ও জামালপুর জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।