আর্থিক সংকটে ভঙ্গুর অবস্থা দ্বীপরাষ্ট্র শ্রীলংকার। এমন পরিস্থিতিতে আগেই অনুমেয় ছিল এশিয়া কাপ আয়োজন করতে পারবে না লংকান ক্রিকেট বোর্ড।
বৃহস্পতিবার এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে অপারগতা প্রকাশ করে শ্রীলংকা।
বিষয়টি নিশ্চিত করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) জানিয়েছে, শ্রীলংকা বোর্ড টুর্নামেন্ট আয়োজনে অপারগ। তারা আমাদের বলেছে, তাদের পক্ষে এশিয়া কাপ আয়োজন করা সম্ভব নয়। দেশে রাজনৈতিক সংকট চলছে। এ পরিস্থিতিতে ছয় দেশকে নিয়ে এশিয়া কাপ আয়োজন করতে পারবে না শ্রীলংকা।
বিকল্প ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাত এবং ভারতের কথা ভাবা হচ্ছে।
তবে এশিয়া কাপ আয়োজন করতে আগেই আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলংকা এশিয়া কাপ আয়োজনে অপারগতা প্রকাশ করায় সুযোগ পেতেও পারে বিসিবি।