বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, শেরপুর জেলা সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেলের উদ্যোগে খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়েছে। আজ শনিবার সকালে শ্রীরবদী উপজেলার খরিয়াকাজীর চর ইউনিয়নের লংঙ্গরপাড়া বাজারে পাঁচ শতাধিক পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়
ত্রাণ বিতরণকালে শেরপুর জেলা সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল বলেন, করোনা ভাইরাসের মহামারিতে চরম বিপর্যয়ে সাধারণ মানুষ। এ অবস্থায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়াতে।
তিনি আরও বলেন, ইতিমধ্যে সারাদেশে বিএনপির নেতাকর্মীরা খাদ্য সামগ্রী নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। বিএনপি সব সময় সাধারণ মানুষের পাশে ছিল এবং আগামীতেও যে কোনো প্রয়োজনে বিএনপি মানুষের পাশে থাকবে। এসময় খরিয়াকাজীর চর ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।