শেরপুরে শ্রীবরদীর জুলগাঁও সীমান্ত ২৫ ফেব্রুয়ারি শনিবার সকাল নয়টার দিকে ভারত থেকে চোরাপথে গরু আনার সময় বিজিবি’র সাথে গরু চোরাকারবারীদের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে বিজিবি ৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে। ঘটনাস্থল থেকে বিজিবি দু’টি চোরাই গরু আটক করেছে।
বিজিবির৩৫ ব্যাটালিয়নের কর্নজোড়া বিওপি কমান্ডার মো. নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।