মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন ও জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী নতুন জাতীয়করণকৃত কলেজ শিক্ষকদের ক্যাডার বহির্ভূত রেখে বিধি প্রণয়ণের দাবিতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে শ্রীবরদী সরকারি কলেজ ইউনিটের আয়োজনে ও শ্রীবরদী সরকারি কলেজ শিক্ষক বৃন্দ্ব পূর্ণদিবস কর্মবিরতি পালিত হচ্ছে।
এ কর্মবিরতি চলবে ২৬ ও ২৭ নভেম্বর পর্যন্ত। কর্মবিরতি চলাকালে কলেজের সকল অভ্যন্তরীণ ও পাবলিক পরীক্ষা স্থগিত ঘোষণা এবং অন্যান্য সকল দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। এসময় উপস্থিত ছিলেন শ্রীবরদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর হিমাংশু কুমার পাল, উপাধ্যক্ষ প্রফেসর এ.কে.এম আলিফ উল্লাহ আহসান, প্রাণিবিদ্যা প্রভাষক কাজী হাসানুজ্জামান, অর্থনীতি প্রভাষক মাসুদুজ্জামান, আরবি ও ইসলাম শিক্ষা প্রভাষক এমদাদুল হকসহ কলেজের সকল শিক্ষকবৃন্দ্ব।