শেরপুরের শ্রীবরদী সদর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস। বুধবার (২৬ অক্টোবর) দুপুরে শ্রীবরদী উপজেলার উন্নয়ন কার্যক্রম ও আইন শৃংখলা পরিস্থিতি বিষয়ে উপজেলার কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় এবং তথ্য অধিকার আইন ২০০৯ সম্পর্কিত আলোচনা সভা শেষে তিনি পরিদর্শনে যান। এ সময় খোঁজ খবর নেন ইউনিয়ন পরিষদের বিভিন্ন দিক। তিনি পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করে বলেন, চেয়ারম্যান ও ইউপি সদস্যরা এলাকার নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করবেন। ইউনিয়নের উন্নয়নেই দেশের উন্নয়ন।
সদর ইউপি চেয়ারম্যান ফরিদুজ্জামান এর আয়োজনে এ সময় সঙ্গে ছিলেন জেলা প্রশাসক সাহেলা আক্তার, জেলা পরিষদের নির্বাহী অফিসার সাইয়েদ এজেড মোর্শেদ আলী,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেড মো, তোফায়েল আহমেদ, উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস।