শেরপুরের শ্রীবরদী সদর ইউনিয়ন পরিষদের ২০২২/২০২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে শ্রীবরদী সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশন প্রিপট্রাস্টের কারিগরি সহযোগিতায় পরিষদ চত্বরে এ উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান মো. ফরিদুজ্জামানের সভাপতিত্বে বাজেট ঘোষণা করেন ইউপি সচিব মো. আক্তারুজ্জান।
এই বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ২২ লক্ষ ১৩ হাজার ৭ শত টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে ২২ লক্ষ টাকা। উন্নয়ন আয় ধরা হয়েছে ৯১ লক্ষ ৬৫ হাজার টাকা। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৯২ লক্ষ ৬৫ হাজার টাকা। উদ্বৃত্ত রয়েছে ১ লক্ষ টাকা।
এ সময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশন ও প্রিপট্রাস্টের মনিটরিং অফিসার মকবুল হোসেন, প্রজেক্ট ফেসিলেটর মিজানুর রহমান, প্যানেল চেয়ারম্যান কুদ্দুস মিয়া, সংরক্ষিত ইউপি সদস্য সিনা বেগম, রাসেদা বেগম, মাছেনা বেগম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে ২৫০ জন পাটচাষির মধ্যে প্রত্যেককে ৬ কেজি করে ইউরিয়া ও ৪ কেজি করে ডিএপি সার বিতরণ করা হয়।