পবিত্র মাহে রমজানের সম্মানার্থে শ্রীবরদী সদর ইউনিয়ন আ’লীগ শাখার আয়োজনে রোববার বানিয়াবাইদ উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার পুর্ববর্তী সময়ে শ্রীবরদী সদর ইউনিয়ন শাখার আ’লীগ সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন। সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হালিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, কাকিলাকুড়া ইউনিয়ন আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, কুড়িকাহনিয়া ইউনিয়ন আ’লীগ সভাপতি মনিরুল ইসলাম মনির, রানিশিমুল ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ ও আ’লীগ নেতা সাইফুল ইসলাম প্রমূখ।