আসন্ন শ্রীবরদী পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী উপজেলা ছাত্রলীগের আহবায়ক অ্যাডভোকেট মেরাজ উদ্দিন চৌধুরী হিন্দু সনাতন ধর্মালম্বীদের শারদীয় দূর্গা পুজামন্ডপ পরিদর্শন করেছেন। রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যায় তিনি পৌর শহরের বিভিন্ন মহল্লার ৪টি পুজামন্ডপ পরিদর্শন করেন।
এসময় তিনি পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও পুজামন্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় শেষে আর্থিক সহায়তা প্রদান করেন। পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক জিয়াউল হক জেনারেল, সিনিয়র সদস্য মনিরুজ্জামান রুমান, ছাত্রলীগ নেতা মমিন আল মাসুদ প্রমুখ।