আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সরগরম হয়ে উঠেছে শেরপুরের শ্রীবরদী পৌরসভার নির্বাচনী মাঠ। আসন্ন নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশায় মাঠে নেমেছেন ক্লীন ইমেজের তরুণ প্রার্থী অ্যাডভোকেট মেরাজ উদ্দিন চৌধুরী।
তিনি বাংলাদেশ ছাত্রলীগ শ্রীবরদী উপজেলা শাখার সাবেক সভাপতি ও বর্তমানে আহবায়ক এবং জেলা বারের কার্য নির্বাহী কমিটির দুই বারের সাবেক নির্বাচিত সদস্য। বুধবার সকালে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি তুলে ধরেন তার রাজনৈতিকসহ কর্মজীবনের নানা চিত্র।
পৌরসভার সাতানী শ্রীবরদী মহল্লার বাসিন্দা আবুল কালাম আজাদ চৌধুরীর ছেলে মেরাজ উদ্দিন চৌধুরী। তার দাদা মরহুম রমিজ উদ্দিন চৌধুরী ছিলেন উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাকালীন সদস্য। মেধাবী ছাত্র হিসাবে সাফল্যের সাথে শেষ করেন পড়ালেখা। ২০১৬ সালে আইনজীবি হিসেবে বার কাউন্সিল কর্তৃক সনদপ্রাপ্ত হন।
পরে তিনি শেরপুর জেলা আইনজীবি সমিতির মাধ্যমে শুরু করেন কর্মজীবন। তিনি ছাত্র রাজনীতি শুরুর আগে উপজেলা শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি ছিলেন। ২০০৮ সালে উপজেলা ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হন। ২০১২ সালে উপজেলা ছাত্রলীগের সভাপতি মনোনীত হন।
২০১৪ সালে পুনরায় উপজেলা ছাত্রলীগের আহবায়ক নির্বাচিত হন। তার সুদৃঢ় নেতৃত্বে ছাত্রলীগ সুসংগঠিত হয়েছে। তিনি মূল ধারার রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত। তার ন্যায় নিষ্ঠা, সাহসীকতা আর সহজ সরল ও নম্র ভদ্রতার কারণে জেলা আওয়ামী লীগের সভাপতি ও হুইপ আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক চন্দন কুমার পালসহ জেলা এবং উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের প্রিয়ভাজন হিসেবে গড়ে ওঠে তার অবস্থান। বর্তমানে ছাত্রলীগ ও আওয়ামী লীগসহ অংগসংঠনের নেতৃবৃন্দের সাথে রযেছে নিবির সখ্যতা।
আইনজীবি হিসেবেও সামাজিকভাবে আস্থাভাজন সর্বস্তরে। সর্বমহলে জনপ্রিয়তা আর ভৌগলিকভাবে কয়েকটি এলাকার ভোটারের সমর্থনের প্রার্থী হিসেবে এবার তিনি মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশায় নেমেছেন মাঠে ময়দানে। ফেইসবুক, লিফলেট, পোষ্টার, মতবিনিময় সভা আর গণসংযোগে আলোচিত হয়ে ওঠছেন তিনি। তিনি নির্বাচিত হলে পৌরসভাকে মডেল পৌরসভা হিসাবে গড়ে তুলার আশাবাদ ব্যক্ত করেন।