শেরপুরের শ্রীবরদীতে নানীর বাড়ি বেড়াতে এসে নিখোঁজের একদিন পর আমেনা খাতুন আনিকা নামে ছয় বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে জামালপুর ফায়ার সার্ভিস। শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলার বরইকুচি এলাকায় নানীর বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওই শিশু শেরপুরের চরশেরপুর নিজপাড়া গ্রামের আমির আলীর মেয়ে।
জামালপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. নূর উদ্দিন জানান, নানীর বাড়িতে বেড়াতে যাওয়া আনিকা বৃহস্পতিবার বিকালে হাতের ময়লা পরিস্কার করতে পুকুরে যায়। এসময় হঠাৎ করেই সে পুকুরে পড়ে যায়। পরে বাড়ির লোকজন আনিকাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে জামালপুর ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের টিম শুক্রবার সকালে বাড়ির পাশের একটি পুকুর থেকে আনিকার মরদেহ উদ্ধার করে।
জামালপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. নূর উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।