শ্রীবরদী কাঁচা বাজার বহুমুখী ব্যবসায়ী সমিতির কার্যকরি পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে সমিতির কার্যালয়ে দ্বি-বার্ষিক নির্বাচন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে অন্য কোন প্রার্থী প্রতিদ্বন্দিতা না করায় ১ শত ৫১ জন সদস্যের সম্মতিক্রমে সভাপতি আবুল কালাম ও সাধারন সম্পাদক মমিনুল ইসলাম মিনাল বিনা প্রতিদ্বন্দিতায় পুনরায় নির্বাচিত হয়েছে।
এছাড়া কার্যকরি পরিষদের অন্যান্য পদে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হন সহ-সভাপতি চাঁন মিয়া, সহ-সাধারন সম্পাদক শাহ আলম, কোষাধ্যক্ষ আয়নাল হক, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক আব্দুর রেজ্জাক, প্রচার সম্পাদক কাজল মিয়া, কার্যকরি সদস্য আঃ হাকিম, হযরত আলী, আনোয়ার হোসেন ও দুলাল আকন্দ।
এ সময় স্থানীয় ব্যবসায়ীরা সমিতির নির্বাচিতদের অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান।