আসন্ন শ্রীবরদী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছালাহ্ উদ্দিন ছালেম।
শুক্রবার (১৯ জানুয়ারী) সন্ধ্যায় জাতীয় শ্রমিকলীগের আয়োজনে কৃষকলীগ কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন। উপজেলা জাতীয় শ্রমিকলীগ সভাপতি সুন্দর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম। তিনি বলেন, আমি ১৯৭৯ সাল থেকে জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে ছাত্রলীগের রাজনীতির মধ্য দিয়ে আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত হই। পরবর্তীতে আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পদে থেকে দলের নির্দেশ মোতাবেক দলীয় কার্যক্রম পরিচালনা করেছি। বর্তমানে আমি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়ীত্বে থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে নিরলসভাবে কাজ করে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করেছি। জীবনে কখনো দলের প্রার্থীর বিপক্ষে কাজ করি নাই। তাই আমি আসন্ন শ্রীবরদী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী। দল আমাকে মনোনয়ন দিলে আমি বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান নির্বাচিত হবো। জতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সুজন রেজার সঞ্চালনায় অন্যানের মাঝে বক্তব্য রাখেন কাকিলাকুড়া ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার, যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন, কৃষকলীগের সাধারণ সম্পাদক বনিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ প্রমুখ। এসময় জাতীয় শ্রমিকলীগের পৌরসভাসহ ১০টি ইউনিয়নের সভাপতি সম্পাদক, আওয়ামীলীগসহ সহযোগি সংগঠনের নেতাকর্মী ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।