শ্রীবরদী উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এ.ডি.এম শহিদুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যয় খড়িয়া যুব সমাজের উদ্যোগে উত্তর খড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন সমাজ সেবক সুরুজ আলী।
আব্দুল মোতালেব ও শফিকুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শ্রীবরদী উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এ.ডি.এম শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন খড়িয়া কাজির চর ইউনিয়ন আ’লীগ সভাপতি ও শেরপুর জেলা পরিষদ সদস্য আব্দুল খালেক, সিংগাবরুনা ইউনিয়ন আ’লীগ সভাপতি মুক্তিযোদ্ধা রহুল আমিন, খড়িয়া কাজির চর ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক দুলাল আল জাহান সরকার, যুগ্ম-সাধারন সম্পাদক দুলাল মিয়া, সাবেক সাধারন সম্পাদক বদরুজ্জামান সবুজ, খড়িয়া কাজির চর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিকুল ইসলাম মানিক, লংগর পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন-অর-রশিদ, সমাজ সেবক রফিকুল ইসলাম, রমিক হাসান মানিক, রেজুয়ান মাস্টার ও আব্দুল মালেক।
এসময় কয়েক শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন। পরে মনোজ্ঞ সাংকৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।