শ্রীবরদীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সেঁজুতি ধর এর সাথে প্রেস ক্লাব শ্রীবরদী’র নেতৃবৃন্দ্ব বুধবার সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় করেছেন।
এসময় প্রেস ক্লাব শ্রীবরদী’র সভাপতি আব্দুল মান্নান সরকারের নেতৃত্বে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ও দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি এজেএম আহছানুজ্জামান ফিরোজ, যুগ্ম-সাধারন সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, দপ্তর সম্পাদক ও যায়যায় দিন প্রতিনিধি রমেশ সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দৈনিক সংবাদের প্রতিনিধি ফেরদৌস আলী ও কার্যকরি সদস্য এবং দৈনিক ভোরের ডাক প্রতিনিধি তাসলিম কবির বাবু।