শেরপুরের শ্রীবরদী উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হয়েছেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও আইডিয়াল শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো: মাহবুবুর রহমান সুজা। রোববার (২৪ জানুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এবং শ্রীবরদী-ঝিনাইগাতী উপজেলার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত শামীম হোসেন।
জানা যায়, শ্রীবরদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: আশরাফ হোসেন খোকা বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করছেন। আর এই অসুস্থ্য থাকাকালীন সময়ে দলের সকল কার্যক্রম পরিচালনা করার জন্য উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো: মাহবুবুর রহমান সুজাকে ২৪/০১/২১ ইং তারিখ থেকে দায়িত্ব অর্পন করেন।