নাঈম ইসলাম ও রমেশ সরকারঃ
চতুর্থ ধাপে শেরপুরের শ্রীবরদী উপজেলার নয়টি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড। সোমবার (২২ নভেম্বর) রাতে দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা শেষে ওইসব প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। মঙ্গলবার শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাহারুল ইসলাম লিটন ওই তথ্য নিশ্চিত করেছেন।
ঘোষণা অনুযায়ী শ্রীবরদী সদর ইউপিতে স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বর্তমান চেয়ারম্যান আব্দুল হালিম, গড়জরিপা ইউপিতে স্থানীয় আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম সাগর, সিঙ্গাবরুনা ইউপিতে স্থানীয় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফকরুজ্জামান কালু, কাকিলাকুড়া ইউপিতে স্থানীয় আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, কুড়িকাহনীয়া ইউপিতে স্থানীয় আওয়ামী লীগ নেতা নূর হোসেন, ভেলুয়া ইউপিতে স্থানীয় আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান রেজাউল করিম, গোসাইপুর ইউপিতে স্থানীয় আওয়ামী লীগের সভাপতি শাহজামাল ইবনে আশিক, রানীশিমুল ইউনিয়নে আওয়ামী লীগ নেতা, বর্তমান চেয়ারম্যান মাসুদ রানা ও তাতীহাটি ইউনিয়নে স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বর্তমান চেয়ারম্যান প্রভাষক আসাদউল্লাহ বিল্লাল।
উল্লেখ্য, আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠেয় চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে।